পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের শুধু প্রতিশ্রুতি নয়, বর্ষার পরই কাজ শুরুর দাবিতে রবিবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির আহ্বানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ।
সভা থেকে আগামী ২৫ জুলাই ঘাটালের বরদা চৌকান থেকে ঘড়ির মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ওই পদযাত্রায় এলাকার সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সেইসঙ্গে ওই পদযাত্রাকে সফল করে তোলার জন্য রবিবার থেকেই সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।