কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ নভেম্বর: একেই ঘাটাল পৌরসভা এলাকার নদীর পূর্ব পাড়ে জল নিকাশের ব্যবস্থা নেই। একটু বৃষ্টিতে জল জমে যায় বিভিন্ন এলাকায়। তার ওপর কিছু ব্যক্তির অবিবেচক কাজ কর্মের ফলে সমস্যা আরও বাড়ে বৈ কমে না। এরকমই একটি ঘটনা ঘটেছে ঘাটাল পৌরসভা এলাকায়। শঙ্কর জানা নামে এক ব্যক্তি ঘাটাল এলআইসি বিল্ডিংয়ের পাশে নয়ানজুলির ওপরে ৫৭ ফুট স্ল্যাব তৈরি করারর জন্য ঢালাই শুরু করেছেন সেটি সম্পূর্ণ অবৈধ’এবং ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পরিমাপের চেয়েও বেশি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন। রাস্তা থেকে ২ ফুট উচ্চতা বিশিষ্ট এবং ৫৪ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দেওয়াল তৈরি করে ফেলেছেন। এর ফলে ওই এলাকায় একটু বৃষ্টিতে জল জমে থাকবে দিনের পর দিন। পরিবেশ অস্বাস্থ্যকর হবে। জন্মাবে মশার লার্ভা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় কয়েকজন পূর্ত এবং সড়ক বিভাগে লিখিত অভিযোগ করেছেন।
এই বিষয়ে ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ বলেন, ওই ব্যক্তি পুরসভার অনুমতি ছাড়া নির্মাণ করছেন। ওই ওয়ার্ডের ওয়ার্ড কমিটি এবং কাউন্সিলার আছেন তারাও বিষয়টি দেখতে পারেন। যদি বেআইনিভাবে এটি নির্মাণ হয় প্রয়োজনে পুরসভা আইনি পদক্ষেপ নিয়ে ওই বেআইনি কাঠামো ভেঙ্গে ফেলবে বলে বিভাসবাবু পরিষ্কার জানিয়ে দেন।