আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: যার
সেক্স অ্যাপিলে তোলপাড় গোটা বলিউড, সেই সানি লিওনের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল। সানি লিওনের নতুন মিউজিক ভিডিওর কারণেই এই বিতর্ক।
নেট নাগরিকদের তুমুল রোষের মুখে পড়েছেন মোহময়ী এই রূপের রানী। একসময় বলিউডের টক অফ দা টাউন ছিলেন শুধুমাত্র সানি। বছরের পর বছর পেরিয়ে গেলেও তার রূপের আকর্ষণএতটুকু কমেনি। কিন্তু সম্প্রতি এক মিউজিক ভিডিওর কারণে নেট নাগরিকদের তুমুল রোষের মুখে পড়েছেন তিনি।
ইনস্টাগ্রাম হোক বা টুইটার রীতিমতো বিতর্কের ঝড় বইছে সানি লিওনের এই মিউজিক ভিডিও নিয়ে। সানি লিওন এবং মিউজিক ভিডিওর উদ্যোক্তাদের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। ইউটিউবে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও মধুবন। গানটি গেয়েছেন বলিউডের গায়িকা কনিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। ভিডিওতে স্বল্প বস্ত্রে নাচ করছেন সানি লিওন। নাচের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচারিয়া। ১৯৬০ সালের কোহিনূর সিনেমার মধুবন মে রাধিকা নাচে গান থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করেছে সারেগামা মিউজিক সংস্থা।
হিন্দু দেব দেবীর মধ্যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আলাদা আবেগ রয়েছে। আর সেই দেবী রাধিকাকে নিয়ে অশ্লীল কথার গান ও অশ্লীল ভঙ্গিমায় নাচের ভিডিও কিভাবে তৈরি করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে সরাসরি সানিকে আক্রমণ করে লিখেছেন শ্রীরাধিকা কোনওদিন এই ধরনের পোশাক পরেননি। দেবী রাধার সংস্কৃতি নিয়ে এমন ছিনিমিনি খেলে হিন্দু ভাবাবেগে আঘাত হানা অত্যন্ত অন্যায়।
Have you watched it yet? #MadhubanSunnyLeonehttps://t.co/bcowk6XJTN
— Sunny Leone (@SunnyLeone) December 22, 2021
রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে আইটেম সং কিংবা পার্টি সং বানানোর আগে সংস্থার বিষয়টি মাথায় রাখার প্রয়োজন ছিল বলেও মনে করছেন অনেকে। আবার অনেকেই দাবি করেছেন নেট মাধ্যম থেকে গানটি এখনি মুছে ফেলা উচিত।