এবার বাটন প্রেস না করেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা, আসছে নতুন পদ্ধতি

আমাদের ভারত, ৫ জুন : করোনার মত যে কোন ধরনের ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ব্যাংকছর তরফ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রাহকদের জন্য। তার মধ্যে অন্যতম ব্যাংক এবার কন্ট্যাক্টলেস এটিএম মেশিন লাগানোর প্রক্রিয়া শুরু করেছে।

এটিএম টেকনোলজির উপর কাজ করা সংস্থা(এজিএস ট্রানস্যাক্ট টেকনোলজিস) ইতিমধ্যেই কাজ শুরু করেছে। নতুন মেশিন ইতিমধ্যেই তৈরী ও করে ফেলেছে তারা বলে খবর। এই নতুন এটিএম মেশিনে ফোনের মাধ্যমে কিউআর(QR)কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা।

একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী বর্তমানে এটিএম কার্ডের চিপে গ্রাহকদেরসব রকম ডেটা থাকে। তাই এটিএম মেশিনে পিন নম্বর দিতেই তারা ডাটা চেক করে। এরপর গ্রাহকদের টাকা তুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এবার কন্ট্যাক্টলেস এটিএম মেশিন আসতে চলেছে।এরফলে নতুন মেশিন ছোঁয়ার কোন প্রয়োজন হবে না গ্রাহকদের। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকার অ্যামাউন্ট দিলেই বেরিয়ে আসবে টাকা।

তাছাড়া, কিউআর কোডের মাধ্যমে ক্যাশ তোলা অনেক বেশি সুরক্ষিত এবং সহজও। একইসঙ্গে কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনা কমে যাবে। মাত্র ২৫ সেকেন্ডে মেশিন থেকে টাকা পাবেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *