আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ মে : সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে কেরোসিন তেল বিক্রির অভিযোগ কেরোসিন ডিলারের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষোভ গ্রাহকদের। গ্রাহকদের বিক্ষোভের জেরে পলাতক অভিযুক্ত রেশন ডিলার। ময়নার দক্ষিণ চংরাচক গ্রামের ঘটনা। গ্রাহকদের অভিযোগের তির এই গ্রামের কেরোসিন তেল ডিলার মোহিত বেরার দিকে।

গ্রাহকদের অভিযোগ, সোমবার ওই কেরোসিন তেল ডিলার সরকারের আগের নির্ধারিত দাম ৩২ টাকা প্রতি লিটার অনুযায়ী কেরোসিন তেল বিক্রি করছিলেন গ্রাহকদের। অথচ বর্তমানে সরকারি কেরোসিন তেলের দাম নেমে গিয়ে হয়েছে লিটার প্রতি ২০ টাকা। বেশি দামে ওই ডিলার কেরোসিন তেল বিক্রি করছেন এই অভিযোগে গ্রামের লোকজন কেরোসিন তেলের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে বিক্ষোভ। অবশেষে অভিযুক্ত কেরোসিন তেল বিক্রেতা নিজের দোকান ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ময়না পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তপন মান্না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত রেশন ডিলারকে না পেয়ে তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


