কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে :
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। গরম, করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে তীব্র সংকট তৈরি হয়েছে রক্তের। সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে বন্ধ রয়েছে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির। ঘোরতর বিপাকে পড়েছেন নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন থাকা রোগীরা। বিশেষত থ্যালাসেমিয়া রোগীদের সমস্যা বহুগুণে বেড়েছে। এছাড়া ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কে রক্তের এখন দারুণ আকাল। সংকটের এই দিনে আবারও পাশে দাঁড়ালেন ঘাটালের বিধায়ক শংকর দোলই।
বিধায়কের আহ্বানে সাড়া দিয়ে রক্তের সংকট কিছুটা দূর করতে সাহায্যের হাত বাড়ালো দাসপুর থানার ব্রাহ্মনবসান সংঘশ্রী ক্লাব। ক্লাবের সদস্যরা রক্তদান করলেন মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে। এই রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বিধায়ক শংকর দোলই। উপস্থিত ছিলেন পঞ্চানন মন্ডল। ৩ জন মহিলা সহ মোট ৩৯ জন রক্তদান করেন। ক্লাবের সম্পাদক রামকৃষ্ণ মাইতি রক্তদাতাদের ধন্যবাদ জানান।