নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: আগামী ২৬ এবং ২৭ নভেম্বর রাজ্য বিধানসভায় সংবিধান দিবস। সংবিধান দিবসে যোগ দিতে কলকাতায় আসছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন বিধানসভা সচিবালয়। কিন্তু ব্যাঙ্গালোরে একটি অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারবেন না বলে আমন্ত্রণ গ্রহণ করেননি গোপালকৃষ্ণ গন্ধী। পাশাপাশি, রাজ্যের অপর এক প্রাক্তন রাজ্যপাল এমকে নারায়ণনকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভার তরফে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র গিয়েছে সবার কাছেই। এছাড়াও আরও একাধিক সংবিধান-বিশেষজ্ঞ তথা বিশিষ্ট রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিধানসভার সূত্রে খবর।
সংবিধান দিবসের মধ্যদিয়ে শীতকালীন অধিবেশন রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে। যদিও প্রথম দুদিন সংবিধান দিবস থাকায় কোনও আলোচনা হবে না বলে জানিয়েছেন পার্থ চ্যাটার্জি। দুদিন পরেই সরকার পক্ষ কয়েকটি বিল পাশ করাবে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব।