হিন্দু গণ হত্যার হুমকি দেওয়া তৌকির রাজাকে সমর্থন কংগ্রেসের, কটাক্ষ বিজেপির

আমাদের ভারত, ১৮ জানুয়ারি:দিন কয়েক আগেই ইত্তেহাদ ই মিল্লাত কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজা খানের বিরুদ্ধে হিন্দুদের গণহত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দুদের হুমকি দেওয়া সেই তৌকির রাজার সঙ্গে হাত মেলালো কংগ্রেস। বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে তৌকির রাজার দল সমর্থন করবে বলে জানিয়েছেন মৌলানা। আর এই ঘটনায় কংগ্রেসকে কটাক্ষের সুরে বিজেপি মনে করিয়ে দিয়েছে নিজেকে সবচেয়ে বড় হিন্দু বলে দাবি করা রাহুল গান্ধীর কংগ্রেস এখন হিন্দু গণহত্যার হুমকি দেওয়া নেতাদের সঙ্গে হাত মিলিয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বরেলির একটি জনসভায় হিন্দুদের রীতিমতো হুমকির দিয়েছিলেন তৌকির রাজা বলে অভিযোগ। হু হু করে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি আমাদের তরুণ প্রজন্মের চোখে ক্ষোভ দেখেছি। আর একদিন সেই ক্ষোভ ফেটে বেরিয়ে আসবে। সেটা নিয়ে আমি খুবই ভয় রয়েছি। সেদিন আর তাদের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তরুণ প্রজন্ম আমাকে বলে যে আমি বুড়ো হয়ে গেছি। তাই আমি আর কোনও কিছু করতে পারবো না। আমি আমার হিন্দু ভাইদের বলতে চাই যে আমি ভয় পাচ্ছি, যে একদিন যখন আমাদের তরুণ প্রজন্ম আইন নিজের হাতে তুলে নেবে, আপনারা তখন দেশে লুকানো কোনও জায়গা খুঁজে পাবেন না।”

ডিসেম্বরে ধর্ম সংসদে মুসলিম ধর্মালম্বীদের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে কয়েকজন হিন্দু ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরই পাল্টা দিতে গিয়ে হিন্দুদের হুমকি দিয়েছিলেন তৌকির রাজা। এরপরেই উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার ঘোষণা করে তৌকিরের দল।

আর এই ঘোষণার পরই কংগ্রেসকে কটাক্ষ করতে এক পাও পিছিয়ে যায়নি বিজেপি। বিজেপি নেতা শাহজাদ টুইটারে তৌকিরের মন্তব্য করার ভিডিও পোস্ট করে লেখেন, “তৌকির রাজা যিনি কিছুদিন আগেই হিন্দুদের হুমকি দিয়েছিলেন। বলেছিলেন মুসলিম যুবকদের হাতে আইন তুলে নিতে বাধ্য করা হচ্ছে। হিন্দুরা পালানোর জায়গা পাবে না। রীতিমতো উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। এবার সেই তৌকির রাজাকে একটি প্লাটফর্ম করে দিচ্ছে কংগ্রেস।” তিনি আরও লেখেন রাহুল গান্ধী নিজেকে নির্বাচনের সময় সবচেয়ে বড় হিন্দু বলে দাবি করেছেন। অথচ তার দলই দেশে হিন্দু গণহত্যার হুমকি দিয়েছে এমন দলকে সমর্থন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *