Modi, Congress কংগ্রেস অন্তত ৪০টা আসন যেনো পায়! পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, মমতার মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে খোঁচা মোদীর

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি:
রেড রোডের ধর্না মঞ্চ থেকে দুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উদ্দেশ্যে বলেছিলেন, গোটা দেশের ৩০০ আসনে প্রতিদ্বন্দিতা করুক কংগ্রেস। ৪০ টা আসানও পার করতে পারবে না। এবার সেই প্রসঙ্গকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় লোকসভা নির্বাচনে এটুকু যেনো কংগ্রেস পায়, সে প্রার্থনা তিনি করছেন বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়।

বুধবার প্রধানমন্ত্রী সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটকে খোঁচা দিয়েছেন। ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে টেনে এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ। শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢোকে। তারপরে কলকাতার ধর্না মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কিনা জানিনা। তবে অনেক আগেই তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেস–তৃণমূলের জোট হচ্ছে না। শুক্রবার সর্বভারতীয় ক্ষেত্রেও জোটের ভবিষ্যৎ যে নেই সেটা স্পষ্ট করে দিয়েছেন। এবার মমতার সেই বক্তব্যকে হাতিয়ার করে মোদী আক্রমণ শানালেন , প্রার্থনা ও করলেন কংগ্রেস যেন কমপক্ষে ৪০ টা আসন পায় লোকসভা নির্বাচনে।

রাজ্যসভায় দাঁড়িয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে মোদী বলেন, আজ আমি একটা প্রার্থনা করতে চাই, প্রার্থনা করার অধিকার তো রয়েছেই। এটুকু বলতেই বিজেপি সাংসদরা হাসতে শুরু করেন। রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন মল্লিকা অর্জুন খাড়গেকে লক্ষ্য করে বলেন, পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে। আপনারা ৪০ পার করতে পারবেন না। আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেনো চল্লিশটা বাঁচাতে পারেন।

শুক্রবার কংগ্রেস সম্পর্কে মমতা বলেছিলেন আগে নিজের জায়গা দেখাও পারলে বারানসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থানে তোমরা জেতা জায়গায় হেরেছ, মধ্যপ্রদেশেও গিয়ে বিজেপিকে হারাও। মমতার ওই মন্তব্য নিয়ে কংগ্রেস অস্বস্তিতে ছিলই, তার মধ্যে সেই অস্বস্তি আরো বাড়ালেন মোদী।

অন্যদিকে, রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদীকে খোঁচা দিতে গিয়ে মুখ ফসকে মল্লিকার্জুন বলে ফেলেছিলেন, এবার ৪০০ পার করবে বিজেপি। মোদী সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ওঁর ইচ্ছা যেন পূর্ণ হয়।

বিজেপি একা ৩৭০ ও এনডিএ ৪০০ পার করবে বলে সোমবার সংসদে এক রকম ঘোষণা করেছেন মোদী বুধবার উচ্চকক্ষেও সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *