আশিস মণ্ডল, রামপুরহাট, ৮ জানুয়ারি: চিটফান্ড কাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে রামপুরহাটে মিছিল করল কংগ্রেস। শুক্রবার সকালে রামপুরহাট মাড়গ্রাম মোড় থেকে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। একই দাবিতে এদিন দুপুরে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় দলের পক্ষ থেকে।
এদিন দুপুরে সিউড়ির চাঁদমারি মাঠে জমায়েত হয়ে মিছিল বের করে। মিছিলে পা মেলান দলের জেলা কার্যকারী সভাপতি মৃণাল বসু, সৈয়দ কাসাফদ্দোজা, জেলা সহ সভাপতি আসিফ ইকবাল ওরফে রাসেল। জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর চিটফান্ড ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি, হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ বলেন, “চিটাফান্ড কাণ্ডে একাধিক তৃণমূল নেতা অভিযুক্ত। কেউ কেউ জেল খেটেছেন। আবার কেউ কেউ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করছেন। আমাদের দাবি, চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সকলকে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে আমনতকারিদের টাকা ফেরত এবং ক্ষতিপূরণ দিতে হবে।”
মিল্টনবাবু আরও বলেন, “দল ছাড়ার পর ভাইপো বিভিন্ন জনসভায় নারদা কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নারদা কাণ্ডে ঘুষ নেওয়ার কথা স্বীকার করায় ভাইপোকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দাবি করছি এখনও পর্যন্ত কয়েকজন রয়েছে যাদের নারদার টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ভাইপো জানালে ভালো হত। আমাদের দাবি, দল দেখে নয় ঘুষ কাণ্ডে সকলকে গ্রেফতার করতে হবে।”