ট্রেন চালুর দাবিতে পুরুলিয়ার পুন্দাগ স্টেশনে কংগ্রেসের আন্দোলন

সাথী দাস, পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি: প্রয়োজনীয় সংখ্যক ট্রেন চালু ও স্টেশনের যাত্রীদের সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ সহ ১৩ দফা দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। আজ পুরুলিয়ার পুন্দাগ স্টেশনে এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্টেশন ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। তার আগে পুন্দাগ স্টেশনের কাছে অবস্থান বিক্ষোভ সমাবেশ করা হয় জয়পুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।

স্থানীয় কংগ্রেস নেতা ফণীভূষণ কুমার বলেন, “আদ্রা ডিভিজনের অন্তর্গত কোটশিলা রাঁচি শাখার পুন্দাগ স্টেশনটি সিধি, রোপো ও ঘাঘরা অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক যোগাযোগ উপযুক্ত না থাকায় ট্রেনের উপরই নির্ভরশীল এখানকার শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ। ট্রেন চলাচলের উপর নির্ভর করে বিস্তীর্ণ এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থা।  কোভিড পরিস্থিতি কাটিয়ে পুরুলিয়া জেলা স্বাভাবিক হওয়ার মুখে। রুটি রুজির প্রয়োজনে স্থানীয় যুব সম্প্রদায়, দিনমজুররা বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করতে যান। বিশেষ করে এই তিন অঞ্চলের কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বিভিন্ন শিল্পাঞ্চল ও শহরে যাতায়াত করতেন। এলাকার সার্বিক পরিস্থিতির কথা জানা সত্বেও রেল মন্ত্রক তথা কেন্দ্রের বিজেপি সরকার অন্ধের মতো আচরণ করছে। আমাদের দাবি, এই স্টেশনে সর্বাধিক সংখ্যক লোকাল ট্রেন দ্রুত চালু করা, ৩ নম্বর প্লাটফর্মের সঙ্গে ফুট ওভার ব্রিজকে যুক্ত করা।” এছাড়াও স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও উপযুক্ত পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা করার দাবি তোলেন তারা।

এদিন পুন্দাগ স্টেশনের কাছে জয়পুর এবং বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত হন। দলীয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের জয়পুর বিধানসভা চেয়ারম্যান ফণীভূষণ কুমার, প্রদেশ কংগ্রেস সদস্য ভীশ্বদেব মাহাতো, নিরঞ্জন রজক, শক্তিপদ মাহাতো সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *