অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রবর্তন ‘নয়া কৃষি আইন ২০২০’ কৃষক স্বার্থ বিরোধী। দেশের কৃষি ব্যবস্থাকে বৃহৎ পুঁজির মালিকদের হাতে বিসর্জন দেওয়ার জন্য তৈরি করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই অভিযোগে রাজধানী দিল্লিতে দু’মাসের বেশি সময় ধরে আন্দোলন করে চলেছেন লক্ষ লক্ষ কৃষক। কৃষকদের ধারাবাহিক এই আন্দোলনকে দমন করতে গত ২৬ জানুয়ারির পর নানা ধরনের দমন-পীড়ন শুরু করেছে কেন্দ্রের সরকার বলে অভিযোগ। আন্দোলনরত কৃষকদের চারিদিকে ঘিরে ফেলেছে পুলিশ, বন্ধ করে দেওয়া হয়েছে জল, বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবস্থা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কৃষকদের আন্দোলনে সরকারের এই দমন-পীড়নের বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে শনিবার বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। সংযুক্ত কিষাণ মোর্চার সেই অবরোধ আন্দোলনকে সংহতি জানাতে এদিন দুপুরে গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করল এসইউসিআই এবং তাদের কৃষক সংগঠন এআইকেকেএমএস। এদিন সংগঠন দুটির পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে মিছিল করার পর কিছুক্ষণের জন্য প্রতিকী অবরোধ করা হয়। কর্মসূচিতে অংশ নেন এসইউসিআইয়ের গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক ধর্মপাল বিশুই, কৃষক নেতা উত্তম পাত্র, রাজকুমার মাহাত প্রমুখ।