আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর:
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী ধৃতশ্রী রায়ের সমর্থনে বিশাল মিছিল করল কংগ্রেস। কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির নেতৃত্বে কয়েকশো বাম-কংগ্রেস কর্মী সমর্থক নির্বাচনী প্রচারে পা মেলান। কালিয়াগঞ্জের নাটমন্দির থেকে বাম-কংগ্রেসের নির্বাচনী প্রচারের মিছিল শুরু হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি, কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়, সিপিএম নেতা ভরতেন্দু চৌধুরী সহ বাম কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।