স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জ শহরে এক মহামিছিল করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। হাজার দশেক কংগ্রেস কর্মী সমর্থকের এই মহা মিছিলে অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ শহরের জেলখানা মোড় থেকে এই মহামিছিল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি ও শ্রম আইনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সাধারণ কৃষক থেকে শ্রমিকদের এই আন্দোলনে শামিল হয়েছে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি। কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। কৃষক ও শ্রমিক বিরোধী কৃষি ও শ্রম আইন প্রত্যাহার সহ বেকারদের কর্মসংস্থানের দাবিতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের ডাকে এক মহামিছিল হল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরে কংগ্রেসের এই
মহামিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থকের পাশাপাশি বহু সাধারণ মানুষ কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবিতে মিছিলে অংশ নেন।
রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, এরাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে কৃষি আইন ও শ্রম আইনের প্রতিবাদে মহামিছিলে অংশগ্রহণ করতে এসেছি।