আমাদের ভারত, ৯ এপ্রিল: কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লিগের প্রতিফলন বলে কটাক্ষের পর রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পিলভিটে নির্বাচনী জনসভায় মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বন্ধ করতে কংগ্রেস অনেক চেষ্টা করেছিল। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ ফিরিয়ে দেওয়াকে রামলালার অপমান বলেও দাবি করেন তিনি।
মোদী বলেন, “অযোধ্যায় যাতে রাম মন্দির তৈরি না হয়, সেই জন্য কংগ্রেস অনেক চেষ্টা করেছিল। কিন্তু যখন দেশের মানুষ পয়সা দান করে এত সুন্দর মন্দির তৈরি করেছিল, মন্দিরের লোকেরা যখন তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিল এবং প্রাণ প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তখন আপনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভগবান রামকে অপমান করেছিলেন। এমনকি আপনার দলের যে নেতারা আমন্ত্রণ গ্রহণ করেছিল তাদের বহিষ্কার করেছেন। কেউ রামের পুজো করলে তাকে দল থেকে বের করে দেওয়া, এটা আবার কেমন দল? যারা এমন পাপ করে তাদের কখনো ভুলে যেও না।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং- এর প্রশংসা শোনা গেছে আজ মোদীর গলায়। তিনি বলেন, আমাদের কল্যাণ সিংজি ও তার সরকার রাম মন্দিরের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন।
আজ মোদীকে আরও বলতে শোনা যায়, “লক্ষ্য যতই কঠিন হোক ভারত যদি একবার দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছাবে। আজ এই অনুপ্রেরণা ও শক্তিকে কাজে লাগিয়েই আমরা উন্নত ভারত গড়তে কাজ করে চলেছি। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস তুষ্টির জলে এতটাই নিমজ্জিত যে তা থেকে আর বেরিয়ে আসতে পারছে না। সেই কারণে কংগ্রেস যে ইস্তেহার তৈরি করেছে তা কংগ্রেসের নয়, মুসলিম লিগের ইস্তেহার বলে মনে হয়। কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি, ওরা
শুধুমাত্র তোষণের কারণে সিএএ’র বিরোধিতা করছে।