Agnimitra Pal, BJP, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কংগ্রেস দীর্ঘদিন ধরে দেশের মুসলমানদের খুশি করে আসছে: অগ্নিমিত্রা পাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগ ও প্রচার সারলেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শুভ বৈশাখী ও খালসা সাজনা দিবস উপলক্ষে এদিন তিনি খড়্গপুর সদর বিধনাসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খরিদার গুরুদুয়ারা দর্শন করেন। এরপর চলে যান কেশিয়াড়ি বিধানসভা এলাকায়।
কেশিয়াড়ি চার নম্বর মন্ডলের অন্তর্গত ঝাড়েশ্বরপুর বাসুলি মন্দিরে পুজো দেন এবং পুজো উপলক্ষে আয়োজিত মেলাতে জনসংযোগ করেন। বাসুলি মেলায় যাওয়ার সময় বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অগ্নিমিত্রা পালকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মানুষের ভালোবাসায় আপ্লুত হন বিজেপি প্রার্থী।

খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নানান প্রশ্নের উত্তর দেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কংগ্রেস দীর্ঘদিন ধরে দেশের মুসলমানদের খুশি করে আসছে। লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেস যে ইস্তেহার জারি করেছে, তাতে এই দলের মুসলিম তুষ্টির নীতি এখন সামনে এসেছে। তিনি বলেন, যেভাবে ১৯৩৬ সালে মুসলিম লিগ তাদের ইশতেহার জারি করেছিল।

একইভাবে, কংগ্রেস ২০২৪- এর লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। দুই দলের ইশতেহার একই। কংগ্রেসের এই ইশতেহারে মুসলিম ছাত্রদের বিদেশে পড়ার জন্য বৃত্তি দেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া কংগ্রেসের এই ইশতেহারে মুসলমানদের শরিয়া আইনকে সমর্থন করা হয়েছে। কংগ্রেস মুসলমানদের জন্য শরিয়া আইন বাস্তবায়নে সমর্থন দেওয়ার কথা বলেছে। মুসলিম লিগ তাদের ইশতেহারে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিল। অন্যদিকে কংগ্রেসও দেশে সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কারণ ভারতে হিন্দুদের জনসংখ্যা বেশি। তাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের খুশি করছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *