এনআরসি এবং সিএএ-র বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে আমারণ অনশনে বসার আহ্বান ফরওয়ার্ড ব্লকের

আমাদের ভারত, রামপুরহাট, ৫ জানুয়ারি: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস জোট। ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে নলহাটির হরিপ্রসাদ হাইস্কুল মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিল নলহাটি শহর প্ররিক্রমা করে জাতীয় সড়কের ধারে রাম মন্দিরের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ, প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক চট্টোপাধ্যায়, সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ।

এদিকে রবিবার বিকেলে রামপুরহাটের সভায় অনুব্রত মণ্ডল পথে নেমে ধর্মঘটের বিরোধিতা করবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক, প্রাক্তন বিধায়ক দীপক চট্টোপাধ্যায় বলেন, “ওদের এনআরসি ও সিএএ বিরোধিতা নাটক। তাই তারা আমাদের ধর্মধটের বিরোধিতা করবেন। কারণ আমাদের সমর্থন করলে ওদের সিবিআই, ইডি ধরবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী অনেক অবস্থান অনশন করেছেন। এমনকি রাজীব কুমারের জন্যও অবস্থান করেছেন। রাজ্যের মানুষের জন্য আরেকবার আমরণ অনশনে বসুন। তাতে আমাদের সমর্থন থাকবে। ভারতবর্ষের মানুষও জানতে পারবে। জনসভায় নাটক করে মায়া কান্না করে কোনও লাভ নেই”। কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, “এই বিলের বিরোধিতা করতে রাস্তায় নেমে মানুষের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল। এই বিল নিয়ে যখন লোকসভা এবং রাজ্য সভায় ভোটাভুটি হচ্ছিল তখন কোথায় ছিলেন তৃণমূলের আট জন সাংসদ। তার জবাব আগে মানুষের কাছে দিতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *