নীল বনিক, আমাদের ভারত, ৩০ জানুয়ারি: রাজ্যপালের সঙ্গে রাজসরকারের বিতর্ক বহুদিনের। এর আগেও অনেক রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে। তবে রাজ্যপাল হিসাবে জগদীপ ধনকরের সঙ্গে সব বিতর্ক ছাড়িয়ে গেছে। এজন্য রাজ্যপালের রনংদেহি মনোভাবই দায়ি বলে জানালেন বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখার্জি।
আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যু দিন উপলক্ষে কলকাতায় মেয়ো রোডে গান্ধীমূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সুব্রত মুখার্জি। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বরাবরের বিতর্কের কথা বলেন। তিনি বলেন, এর আগেও অনেক রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে। রাজ্যপালের সঙ্গে শাসক দলের বহু ইস্যুতে সংঘাত তৈরি হয়েছিল। তবে সবকিছুকে ছাপিয়ে বর্তমান রাজ্যপালের সঙ্গে সংঘাত সবথেকে বেশি। এজন্য তিনি রাজ্যপালকেই দায়ি করেছেন। তিনি বলেন, রাজ্যপাল সবসময় রনংদেহি মেজাজে থাকেন। তাই তাঁর সঙ্গে রাজ্য সরকারের মতপার্থক্য বেশি হয়।
রাজ্যপাল জগদীপ ধনকরও গান্ধী মূর্তিতে মাল্যদান করেন।
সেইসময় দুজনের মধ্যে দেখা হয়। অতীত ভুলে দুজনেই সৌজন্য বিনিময় করেন। সুব্রত মুখার্জির সঙ্গে গান্ধীমূর্তির নিচে দাঁড়িয়ে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকরও।
রাজ্যপাল চলে যাওয়ার পরেই সুব্রত মুখার্জি অবশ্য রাজ্যপালকে নিয়ে এমন মন্তব্য করলেন। তারসঙ্গে জলঙ্গীর ঘটনার জন্য শাসকের দায় এড়ালেন তিনি। পঞ্চায়েত মন্ত্রী বলেন, মুর্শিদাবাদের জলঙ্গীর ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় তা দেখুক পুলিশ প্রশাসন। উল্লেখ্য বুধবার নবাবের জেলায় সিএএ বিরোধী মিছিলে দুষ্কৃতিরা গুলি ছোড়ে। যারফলে মৃত্যু হয় ২ জনের। সেই ঘটনায় তৃণমূলের কর্মীরা কোনওমতেই জড়িত নয় বলে দাবি করেন সুব্রত মুখার্জি।