Ghatal, Puja, বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা, তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন ঘাটালের পুজো উদ্যোক্তারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজো এলো, মা এলেন। সেজে উঠেছে
পুজো মণ্ডপগুলি। এরপর মায়ের প্রতিমা আনার পালা। তাই ঘাটালে নৌকাতে করে মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা।

ঘাটাল ব্লকের মনশুকার ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলেছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি। ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন,এই বছরের পুজোর থিম মহাকাল। মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মন্ডপ বা থিম। বৃষ্টির জল ও বিভিন্ন জায়গা থেকে ছাড়া জলের কারণে প্রায় ১৭ থেকে ১৮ দিনের বন্যার ফলে জল জমে প্লাবিত ছিল বিভিন্ন জায়গায়। আর বন্যায় ভেঙ্গে গিয়েছে মনসুকার বাঁশের সাঁকো। তাই নৌকায় করে মাকে মন্ডপে আনছেন উদ্যোক্তারা।

বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পুজো তো হবেই। তাই উদ্যোক্তারা মাকে আনলেন নৌকায় করে। এই দুর্ভোগ মাথায় নিয়ে বানভাসি এলাকার মানুষজন পুজোর আনন্দে মেতে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *