নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ মার্চ:
আগামী বুধবারের পরেই পুরভোটের জন্য নোটিফিকেশন জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। বসন্ত উৎসব শেষ করে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই পুর ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ভোটের প্রস্তুতি তাদের তরফ থেকে পুরোপুরি সম্পন্ন।
ভোটের নির্ঘণ্ট স্থির করতে চলতি সপ্তাহেই মুখ্য সচিবকে চিঠি দেওয়া হবে কমিশনের তরফে। এর আগেই তারা নিয়মমাফিক পুর ও নগর উন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়ে ভোটের দিনক্ষণ জানতে চেয়েছে। চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। রাজ্য সরকার কবে পুরসভার ভোট করাতে চায় তা ওই চিঠিতে জানতে চাওয়া হবে। তারপরেই জারি হবে পুরভোটের বিজ্ঞপ্তি।