করোনা আতঙ্কের মধ্যেও রঙের উৎসব পলাশ শিমুলের পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ মার্চ: করোনা ভাইরাসের ভাইরাল আতংকও পুরুলিয়ায় দমিয়ে রাখত পারল না রঙের উৎসবকে। সোমবার ও মঙ্গলবার দুই দিনই রঙ আর আবিরে ডুবে থাকল পুরুলিয়া। অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ এলাকা, মাঠ বনাঞ্চল, পাঞ্চেত্‍ পাহাড়, বড়ন্তি জলাধার, দেউলঘাটা ছাড়াও বিভিন্ন পলাশ জঙ্গলে অনুষ্ঠিত হল দোলের উৎসব। লোকশিল্পীর নৃত্য ও সঙ্গীতে জমে উঠেছিল দুই দিনের রঙের উৎসব। এর আগে অবশ্য এক রকম দ্বিধাগ্রস্ত হয়েই রঙের উৎসবের প্রস্তুতি নিয়েছিল উদ্যোক্তারা। কিন্তু শান্তিনিকেতনের আক্ষেপ মেটাতে উৎসব প্রেমী মানুষ ও পর্যটকদের ঢল উপচে পড়ে পুরুলিয়ার পলাশ শিমুলের জঙ্গল পাহাড়ে। হৈ হুল্লোড় আর সংস্কৃতির মঞ্চে রঙের উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। 

উৎসবে অংশ নেওয়া পর্যটকদের কথায়, ‘করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতংক না ছড়িয়ে সতর্ক হয়ে উৎসবে সামিল হয়েছি। জল জঙ্গল পাহাড় আর প্রাকৃতিক সম্পদে ভরপুর পুরুলিয়াতে দোল উৎসব কোনও ভাবেই হাত ছাড়া করতে চাই না।’
  

মঙ্গলবারও রঙ খেলার উৎসবের রেস রয়েই যায় পুরুলিয়া জেলায়। হিন্দি ভাষী মানুষের সঙ্গে রঙের উৎসব হোলিতে মেতে উঠেন বাংলাভাষীরাও। জেলা জুড়ে এদিন দেখা যায় ছুটির আমেজ। দোকান পাট ছিল বন্ধ। রাস্তায় অন্যদিনের মতো যান চলাচল করতে দেখা যায় নি। অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করেছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *