গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৭ জানুয়ারি: লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আরামবাগের গোঘাট থানার বেলি এলাকায়। মৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার, বয়স ৩৫ বছর। বাড়ি গোঘাট থানার দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজরা এলাকায়। পেশায় তিনি আরামবাগের একটি ডাক্তারের শোরুমে ফাইনান্স কোম্পানির হয়ে কাজ করতেন। বাড়িতে বাবা, মা ও একটি মেয়ে আছে।
ওই ব্যক্তি প্রতিদিনের মতো এদিনও সকাল ন’টায় বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন। এদিন কোতুলপুর থেকে বাইকে চড়ে আরামবাগ যাচ্ছিলে। ওই সময়ই গোঘাটের বেলি এলাকায় লরির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।