সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জানুয়ারি: ডাম্পারের ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যুতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পথ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায়। কোতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আজ সকালে বিষ্ণুপুর- আরামবাগ রাজ্য সড়কের কোতুলপুরে এই ঘটনা ঘটে।একটি ডাম্পার এক সাইকেল চালককে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে সে পড়ে গেলে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে কোতুলপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত
ব্যক্তির নাম লালমোহন সাঁতরা, গাঁতি গ্রামের বাসিন্দা।