সহকর্মীদের জামিনের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ব্যাঙ্কশাল আদালত চত্বর

আমাদের ভারত, কলকাতা, ২৪ নভেম্বর: মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফের বিক্ষোভ হল কলকাতায়। ১১ জন মহিলা-সহ প্রত্যেকের জামিনের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনে উত্তাল হয় ব্যাঙ্কশাল আদালত চত্বর।

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের জেরে বুধবার পথে নেমেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। ধর্মতলা থেকে বিধানসভা অভিযান কর্মসূচিতে সামিল হয়েছিল অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (এবিটিএ), নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, পেনশনার্স অ্যাসোসিয়েশন-সহ আরও বহু সংগঠন। সেই মিছিলে পুলিশি নির্যাতনের অভিযোগ। সরকারি কর্মচারী সংগঠনের বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে লাঠি চালায় পুলিশ। ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয় আন্দোলনকারীর নাক। এমনকি বেআইনি ভাবে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এর প্রতিবাদে ও ধৃতদের জামিনের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *