গুড ফর নাথিং! দুর্গাপুর পুরসভার মেয়র‌ বদলের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত,৫ অক্টোবর: নিজের দলের মেয়রকেই গুড ফর নাথিং বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ববি হাকিমকে নির্দেশ দিলেন দুর্গাপুরের মেয়র দিলিপ ঘোষকে মেয়র পদ থেকে সরিয়ে দিতে।

বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠকে এই নির্দেশ দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার দুর্গাপুরের রাজনৈতিক মহলের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে বেশ কিছুদিন ধরেই মেয়রের কাজ নিয়ে অসন্তুষ্ট তিনি। এর আগে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসে এই ব্যাপারে মেয়রকে তিনি নিজে সতর্ক করেছিলেন। কিন্তু প্রাক্তন সরকারি কর্মী হওয়া সত্বেও তিনি সঠিকভাবে কাজ করতে পারছেন না। তাই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বেসর্বা।

বৃহস্পতিবার পুরসভার কাজের খতিয়ানের রিভিউ মিটিং এ দুর্গাপুর পুরসভার পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ববি হাকিমের কাছে।

নগর উন্নয়ন মন্ত্রী জানান,দুর্গাপুর পৌরসভার পারফরম্যান্স খাওয়ার খারাপ হবার পেছনে পুরসভার মেয়র দায়ী। ববির দাবি পৌরসভার মেয়রের কোন পারফরমেন্সই নাকি নেই। আর তাতেই মুখ্যমন্ত্রী বলেন, পুরসভার বোর্ড মিটিং ডেকে মেয়র বদলে দেওয়া হোক।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যখনই কাউকে তার দলের ক্ষমতা থেকে সরানো হচ্ছে তারা অন্য দলে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এক্ষেত্রেও যদি সেটা হয়,তাতে অসুবিধা নেই। যদিও ববি হাকিম তার উত্তরে জানান,দুর্গাপুরের মেয়র তেমন লোক নন। শুধু তার পারফরম্যান্সটাই খারাপ।

এইবিষয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি বলেন,এখনো তিনি বিস্তারিত কিছু জানেন না। পরে সবটা জানলে তিনি কথা বলবেন। এদিকে সিপিআইএমের তরফে পঙ্কজ রায় সরকার বলেন, “পুরসভার মেয়র নয়, গোটা তৃণমূল দলটাই আসলে গুড ফর নাথিং। ২০১৭তে মানুষের সমর্থনে দুর্গাপুরে বামেরা পুরো বোর্ডগঠন করবে তা, বুঝতে পেরেই দুষ্কৃতীদের দিয়ে ভোট লুঠ করিয়ে ক্ষমতা ধরে রেখেছিল তৃণমূল। আর সেই লুটেরাদের পুরবোর্ডের মাথায় যিনি আছেন তাকে আজ নিজেই তৃণমূল নেত্রী গুড ফর নাথিং বলছেন। আসলে তৃণমূল দলটাই গুড ফর নাথিং।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *