৩ মার্চ কালিয়াগঞ্জে দুটি সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ মার্চ: আগামী ৩ মার্চ মঙ্গলবার কালিয়াগঞ্জে দুটি সরকারি সভা করতে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। চতুর্থ স্তরে নিরাপত্তা বলয়ে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচিকে ঘিরে চুড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। কালিয়াগঞ্জের কলেজ ময়দানে সরকারি সুবিধা ও সামগ্রী বিলি বন্টন ও সভার পাশাপাশি থাকছে জেলার প্রশাসনিক রিভিউ মিটিং। মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুটি সরকারি কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। জয়ের পর কলকাতা থেকেই কালিয়াগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কথা ছিল তিনি সশরীরে এসে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাবেন। সেই উদ্দেশ্যেই সরকারি বিলিবন্টন সভার মাধ্যমে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে আসছেন তিনি। আগামী ৩ মার্চ মঙ্গলবার কালিয়াগঞ্জ কলেজ ময়দানে ভূমীহীনদের পাট্টা বিলি থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, সবুজসাথী সহ কৃষকদের কৃষি যন্ত্রাংশ, মৎসজীবীদের সরঞ্জাম প্রদান সহ এক গুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করতে সরকারি বিলি বন্টন সভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর পাশাপাশি এই মাঠেই জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রিভিউ মিটিংয়ে জেলা পুলিশ প্রশাসনের সব দপ্তরের আধিকারিক ছাড়াও সব থানার আইসি, ওসি এবং বিডিওরাও হাজির থাকবেন। প্রশাসনিক বৈঠক ও সরকারি বিলি বন্টন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলার জন্য নতুন কি প্রকল্প ঘোষণা করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *