পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ জুলাই: ক্লাস চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝেতে ধস। হুড়মুড়িয়ে মাটিতে ঢুকে পড়লো চারজন ছাত্র। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের পড়ুয়াদের মধ্যে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয়ে ক্লাস চলছিল। চতুর্থ শ্রেণি এবং প্রথম শ্রেণির ক্লাস চলছিল একটি ঘরে। আরেকটি ঘরে শিশু শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন হঠাৎ চতুর্থ শ্রেণির মেঝের কিছুটা অংশে ধস নামে। যার ফলে মেঝেতে প্রায় দু’ফুট গর্ত হয়ে যায়। আর ওই গর্তে বেঞ্চ, ব্যাগ, বই, খাতা সহ তিন জন চতুর্থ শ্রেণির ছাত্রী এবং একজন প্রথম শ্রেণির ছাত্র হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ঘটনায় শ্রেণিকক্ষের মধ্যে শোরগোল পড়ে যায়। বাকি পড়ুয়ারা আতঙ্কে শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে ছুটতে শুরু করে। ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরা চার পড়ুয়াকে উদ্ধার করে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই দুটি শ্রেণিকক্ষ প্রায় বারো বছর আগে তৈরি হয়েছিল। শিক্ষকরা মনে করছেন পাশে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদীর জন্য মেঝের নিচের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধস।
স্কুলের প্রধান শিক্ষক অপু ঘোষ বলেন, “ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে ধস নামে। যার ফলে চার জন পড়ুয়া ভেতরে ঢুকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা তাদের উদ্ধার করি। কেউ আহত হয়নি। পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাওয়ার জন্য বিল্ডিং এর নিচের মাটি আলগা হয়ে এই ঘটনাটি ঘটতে পারে”।