আমাদের ভারত, মালদা, ২ ফেব্রুয়ারি: বিশ্বহিন্দু পরিষদের গণ বিবাহ অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা মালদা থানার আটমাইল এলাকায়। এই গণবিবাহের প্রতিবাদে ঝাড়খন্ড দিসম পার্টি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দু’পক্ষের মধ্যে ইঁট বৃষ্টি। চেয়ার ভাঙ্গচুর। ঘটনাস্থলে মালদা থানা থেকে ছুটে গেছে বিশাল পুলিশবাহিনী।
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রবিবার মালদা থানার আটমাইল এলাকায় গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গণবিবাহের অংশগ্রহণ করা বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাড়খন্ড দিষম পার্টির অভিযোগ, আদিবাসীদের চিরাচরিত প্রথা উপেক্ষা করে এই গণবিবাহ হচ্ছে যা তারা মেনে নেবে না। এই নিয়েই উত্তেজনার সৃষ্টি হয়।