আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ মার্চ: রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালের খপ্পরে পড়ে রোগীর আত্মীয়রা যাতে সমস্যায় না পড়েন তার জন্য কলকাতা থেকে সিআইডির দল রায়গঞ্জে আসছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ হাসপাতাল পরিদর্শনে যান জেলা শাসক আরবিন্দ কুমার মীনা এবং পুলিশ সুপার সুমিত কুমার। জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। সেই হাসপাতালে ভিতরে থাকা পুলিশ ক্যাম্প তুলে দিয়ে আজ সেই ঘরটি পরিস্কার করার কাজ শুরু হয়েছে। জেলা শাসক অরবিন্দ কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত হাসপাতালের কাজ শুরু হয়েছে। আজ পুলিশ সুপারকে নিয়ে তারা হাসপাতাল পরিদর্শন করলেন। মুখ্যমন্ত্রী যে ঘরটি চিহ্নিত করেছিলেন সেই ঘর থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে। আগামীকালের মধ্যে রোগীদের ঢোকানো সম্ভব হবে। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, হাসপাতালে দলাল চক্র ভাঙতে সিআইডির দল কলকাতা থেকে আসছে। আজকের মধ্যে দলটি রায়গঞ্জে এসে পৌছাবে।
গতকাল কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুলিশ ক্যাম্প এবং হাসপাতালে একশ্রেণির দালালদের খপ্পরে পড়ে রোগীর আত্মীয়রা সমস্যায় পড়ছেন। সিআইডি এবং পুলিশকে দিয়ে সেই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পাবার পরই প্রশাসনের এই তৎপরতা।