আমাদের ভারত, ২৫ নভেম্বর: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীখ ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা। বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন থেকে এই কথা জানা গেছে। সূত্রের খবর, কোনো এক অজানা জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মালিক জানিয়েছেন, পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যারা আবেদন করেছিলেন তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে। কিন্তু তিনি কোথায় আছেন এখন সেটা জানা যায়নি। সোমবার বিকেলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা শাখার পুলিশ। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল, ওই সন্ন্যাসী এই মঞ্চের মুখপাত্র। সেই সমাবেশে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল সমাবেশ আয়োজকদের বিরুদ্ধে।
সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একের পর এক কর্মসূচি হচ্ছিল। এই জোটে রয়েছে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশি সম্মিলিত সংখ্যালঘু জোট। এই জোটের মুখপাত্রই ছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনার পরেই বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে শোরগোল পড়ে যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, এই ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই গ্রেপ্তারির ঘটনায় বাংলাদেশ সম্পর্কে বিরুদ্ধে ধারণা তৈরি হতে পারে বলে দাবি ওই সংগঠনের। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। বারবার তিনি দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে। তাঁর নেতৃত্বে সেখানে রুখে দাঁড়াচ্ছিলেন সংখ্যালঘুরা। এবার সেই সংগঠককে তুলে নিয়ে গেল বাংলাদেশ পুলিশ। তাঁর গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তে বাংলাদেশের রাস্তায় প্রতিবাদ শুরু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক জায়গায় প্রতিবাদ জানাচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা।
ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মুসলিমদের তরফে হিন্দুদের লক্ষ্য করে ঘৃণ্য হামলা চালানো হচ্ছে।এই অভিযোগে হিন্দুদের তরফে একটি বিশাল সভার নেতৃত্ব দেওয়ায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বড় এই নেতাকে ইউনুস সরকারের গোয়েন্দা শাখা নিয়ে গেছে।