মেদিনীপুর মেডিকেলে শিশু চুরির অভিযোগ

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাব “মাতৃমা ” থেকে শিশু চুরির অভিযোগ উঠেছে। রবিবার দুপুর ১২ টা নাগাদ শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানাগেছে, পশ্চিম মেদিনীপুরের কাঞ্চনগিরির বাসিন্দা অভি খামরুইয়ের স্ত্রী সুমিত্রা দাস খামরুই প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার সন্ধায় মাতৃমায় ভর্তি হন। রাত্রি ৯ টা নাগাদ সুমিত্রা একটি শিশু পুত্রের জন্ম দেয়। প্রসবের পরে মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। রবিবার দুপুর ১২ টা নাগাদ অভির মা মাধবী খামরুই দুপুরের খাবার খেতে বাইরে যান। সেইসময় মা ও শিশু ঘুমাচ্ছিলেন। এরপরই মায়ের ঘুম ভাঙতেই দেখেন শিশুটি উধাও। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভেতরে থাকা বেসরকারি আয়ারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য রোগীর বাড়ির লোকেরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয় পরিজনরা। 

এবিষয়ে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী জানান, এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির খোঁজ শুরু হয়েছে।

অবশেষে কোতওয়ালী পুলিশের প্রচেষ্টায় প্রায় ৬ ঘন্টা পর উদ্ধার হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা থেকে চুরি যাওয়া সদ্যজাত শিশু। যদিও পুলিশ এব্যাপারে খোলসা করে এখুনি কিছু বলতে চাইছে না। তবে মেদিনীপুর শহর লাগোয়া এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে শিশুটিকে। এদিন সন্ধায় শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেয় কোতওয়ালী থানার পুলিশ। এর পেছনে আরও বড় চক্র রয়েছে কিনা তা জানতে ঐ শিশু চোরকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *