আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: পুলিশের গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক শিশু শ্রেণির এক স্কুলছাত্রী। আহত ছাত্রীটির নাম শ্রীতমা সিংহ। নন্দকুমার সরলা স্মৃতি তপবন বিদ্যাপীঠে শিশুশ্রেণিতে পড়াশোনা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ স্কুল ছুটির পর মায়ের সাথে বাড়ি ফেরার সময় নন্দকুমার থানার নন্দকুমার বাজার এলাকায় একটি পুলিশের গাড়ি সজোরে এসে শিশুটিকে ধাক্কা মারে। পুলিশের গাড়িটি পলাতক। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দকুমার থানার পুলিশ গাড়িটি কোন থানার জানার চেষ্টা করছে।