স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ:
অন্যমনস্কতার কারণে তিন বছরের সন্তানকে রাস্তায় ফেলে বাসে চড়ে চলে গেলেন মা ও দাদু। স্থানীয় মানুষের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিলেন পুলিশ। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকায়।
সূত্রের খবর, মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা আলোক মন্ডল তার কন্যা অর্চনা মন্ডলের বিবাহ দেন বছর চারেক আগে শান্তিপুর থানার বড় জিয়াকুর এলাকার উৎপল রাজোয়ারের সঙ্গে।আজ তাদের সংসারিক বিবাদ চরমে উঠে। তারপর শ্বশুরবাড়ি ছেড়ে ওই মহিলা বাপের বাড়ি চলে যাবার জন্য শান্তিপুর স্টেশন থেকে তার বাবার সঙ্গে বাসে ওঠে। কিন্তু বাসে উঠার সময় তার তিন বছরের সন্তানকে রাস্তায় ফেলে বাসে চড়ে চলে যান।এরপর শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার মানাউল্লা শেখ খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিলেন। তার হারিয়ে যাওয়া সন্তানকে আবার ফিরে পেয়ে খুশি মা।
প্রশ্ন উঠছে মায়ের ও অভিভাবকদের একটা ছোট্ট সন্তানের প্রতি কেন এমন অসাবধানতা বা অবহেলা? যার জেরে হয়তো ঘটে যেতে পারতোই বড় ধরনের কোনো ক্ষতি। এর দায়ভার কার?