আমাদের ভারত, ৯ জুন: জাতীয় স্কুল গেমসে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি এ ব্যাপারে টুইট করেছেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “চলমান ৬৬তম জাতীয় স্কুল গেমস, ২০২২ – ২৪ (৬ থেকে ১৩ জুন) আমাদের প্রিয় পড়ুয়াদের জন্য গর্বিত। তারা দুর্দান্ত দক্ষতা দেখাচ্ছে। প্রতিযোগিতার প্রথম ৩ দিনের মধ্যে, পশ্চিমবঙ্গের এই তরুণ অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই অ্যাথলেটিক্স, সাঁতার, যোগ এবং জিমন্যাস্টিকসে ৪ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ পদক জিতেছে। পশ্চিমবঙ্গের ছাত্রদের দল বর্তমানে অ্যাথলেটিক্সে যৌথভাবে প্রথম স্থান অধিকার করছে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন! আমি চাই, টিম বেঙ্গল শেষ পর্যন্ত তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক এবং ঘরে আরও গৌরব নিয়ে আসুক! শুভকামনা!”