বাকুঁড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী, শুরু জোরদার প্রস্তুতি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১১ ফেব্রুয়ারি: দুদিনের সফরে বাকুঁড়া আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। পুরুলিয়া সফর শেষে তিনি
বাকুঁড়ায় রাত্রিবাস করবেন। পরদিন সকালে প্রশাসনিক সভা ও উপভভোক্তাদের সাথে মিলিত হবেন এবং তাদের হাতে প্রাপ্য তুলে দেবেন। সরকারি ভাবে তার কর্মসূচি জানানো না হলেও প্রাপ্ত খবরে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি তিনি পুরুলিয়া থেকে বাকুঁড়া আসবেন। এখানেই রাত্রিবাস করে ১৭ তারিখে সকালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করবেন।

বাকুঁড়া জেলা পরিষদের মেন্টর ও বিধায়ক অরূপ চক্রবর্তী এ প্রসঙ্গে জানান, এখনও পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়নি, মোটামুটি ভাবে স্হির হয়েছে ১৬ তারিখে বাকুঁড়া সার্কিট হাউসে রাত্রিবাস করে পরদিন সকালে প্রশাসনিক সভা করবেন। এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফর উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনে। বিশেষ সূত্রে জানা গেছে, আজ জেলা শাসক প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন। সার্কিট হাউসও রীতিমতো সেজে উঠছে।চলছে চূড়ান্ত প্রস্তুতি। নতুন করে রঙ করা হচ্ছে।চলছে সাফ সুতরো করার কাজ। সার্কিট হাউসে তার রাত্রি বাস করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *