পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ ডিসেম্বর: তিন দিনের সফরে সৈকত শহর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মূলত দিঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন জেলা নেতৃত্বের সঙ্গে।
এদিন বিকেল ৩টেয় দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন তিনি। তারপর পায়ে হেঁটে বেরিয়ে মানুষের উষ্ণ অভ্যর্থনা নেন। বেশ কিছুটা হেঁটে এসে তিনি গাড়িতে ওঠেন। তারপর সারা রাস্তা গাড়িতে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। ওল্ড দিঘায় আসার পথে গাড়ি থেকে জগন্নাথ মন্দির দর্শন করে সোজা পুরনো দিঘার গেস্ট হাউসে ওঠেন।