আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ নভেম্বর: বুধবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ১৪৩টি প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন ভাষণ দিতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গে কোনও এনআরসি হবে না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তোপ দাগলেন এনআরসি ইসুতে। এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কিছু লোক বদমাইসি করে এনআরসি নাম করে উত্তপ্ত করছে। বাইরে আমদানী করা নেতার কথা বিশ্বাস করবেন না। পশ্চিমবঙ্গ কোনও এনআরসি হবে না। সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই বলে জানান মুখ্যমন্ত্রী।