স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ নভেম্বর: এলাকার মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছট পুজোর আয়োজন করে সংক্রমণ প্রতিরোধের অনন্য নজির গড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকার বেশকিছু ছট পুণ্যার্থী। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারি বিধিনিষেধকে মান্যতা দিতেই এই উদ্যোগ এলাকার ছট পুণ্যার্থীদের। নদীর ঘাটে গিয়ে ছট পুজো করার আনন্দ কিছুটা কম হলেও সংক্রমণ এড়াতে বাড়ির পাশেই কৃত্রিম জলাশয় নির্মান করে ছট পুজোর আয়োজন করলেন তাঁরা।
রায়গঞ্জ শহরের কুলিক নদীর বন্দর, সুভাষগঞ্জ, কাঞ্চনপল্লী ও খরমুজা ঘাটে কয়েক হাজার পুণ্যার্থী ছট পুজোর আয়োজন করেন। হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষের এই বিশাল উৎসবে ছট পুণ্যার্থী ছাড়াও পুজো দেখতে বিভিন্ন বহু মানুষের সমাগম হয় নদীর ঘাটগুলিতে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার দূর্গাপুজো, কালীপুজোর পর এবার ছট পুজোতেও বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই কারনে রায়গঞ্জ শহরের তুলসীপাড়ার বেশ কয়েকটি পরিবার এলাকার বারোবিঘা মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছট পুজো করার উদ্যোগ নিলেন। তাঁরা নিজেরাই মাটি কেটে খাল তৈরি করে তার উপর পলিথিন বিছিয়ে পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে তৈরি করেছেন কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ের ধারেই চলছে কলাগাছ ও ফুলের মালা দিয়ে সাজানোর কাজ। এবার আর কুলিক নদীর ঘাটে গিয়ে পূজো না করে এই কৃত্রিম জলাশয়ের ধারেই ছট পুজো করবেন বলে জানালেন ছট পুণ্যার্থী মিঠু রাম। প্রতিবারের ছট পুজোর মতো এবার আনন্দ উপভোগ করতে না পারলেও করোনা সংক্রমণ প্রতিরোধের জন্যই তাঁরা এই উদ্যোগ গ্রহন করেছেন বলে জানালেন।