আমাদের ভারত, হাওড়া, ১০ ডিসেম্বর: সরকারি চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার উলুবেড়িয়া থানার পুলিশ সিদ্ধার্থ শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃত ব্যাক্তি কল্যানব্রত সংঘ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে, উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরের বাসিন্দা জনৈক মহিলাকে সরকারি চাকরি দেওয়ার টোপ দিয়ে ২০১০ সালের এপ্রিল মাসে সিদ্ধার্থ শঙ্কর ঘোষ তার থেকে ২ লক্ষ টাকা নেয়। পরে আবার ১ লক্ষ টাকা নেয়। মহিলার অভিযোগ তার বিশ্বাস অর্জন করতে অভিযুক্ত প্রধান শিক্ষক একটি স্ট্যাম্প পেপারে টাকা নেওয়ার বিষয়টি লিখিত দেন। তার অভিযোগ, এরপর অক্টোবর মাসে সিদ্ধার্থ শঙ্কর ঘোষ তাকে একটি ভুয়ো প্যানেল লিস্ট দেয় এবং বলে এই লিস্টের নাম অনুযায়ী তাকে ইন্টারভিউতে ডাকা হবে।
প্রতারিত মহিলার অভিযোগ এরপর দফায় দফায় অভিযুক্ত তার কাছ থেকে আরও ৩ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। তিনি জানান এরপর দীর্ঘদিন কেটে গেলেও ইন্টারভিউ এর ডাক না আসায় আমি অভিযুক্ত প্রধান শিক্ষককে একাধিকবার তাগাদা দিলে ২০১৬ সালে আমাকে একটা ভুয়ো ইন্টারভিউ লেটার দেয়। এরপর আমার কোনও ডাক না আসায় আমি টাকা ফেরত চাইলেও অভিযুক্ত টাকা ফেরত না দেওয়ায় আমি উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
যদিও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি তিনি মহিলাকে টাকা ফেরত দিলেও মহিলা তার নামে মিথ্যা অভিযোগ করছেন।