তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ১০ জানুয়ারি: নৈহাটি বিস্ফোরণকাণ্ডে উঠে এল প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব। গোটা ঘটনার দায় চাপিয়ে বম স্কোয়াডকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। আজ তিনি বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘বাজি নিষ্ক্রিয়করণ করা হচ্ছে, বম্ব স্কোয়াড আমাকে সেই খবর দেয়নি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এদিন নৈহাটির পুরপ্রধান আশ্বাস দেন, ‘ক্ষতিগ্রস্ত সব বাড়ি মেরামত করে দেওয়া হবে।’ এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন অশোক চট্টোপাধ্যায়। বাসিন্দাদের অভিযোগ মন দিয়ে শোনেন। তিনি জানান, এই ঘটনায় রিপোর্ট তৈরি করে প্রশাসনের উচ্চমহলে পাঠাবেন।
এই প্রসঙ্গে ব্যারাকপুর একনম্বর জোনের বিডিও শান্তনু ঘোষ জানিয়েছেন, যাবতীয় রিপোর্ট নবান্নে পাঠানো হবে। বিস্ফোরণে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যতদিন না সেগুলোর মেরামতি হচ্ছে, ওই সব বাসিন্দাদের অন্য কোনও আবাসনে স্থানান্তরিত করা হবে। পুরসভা ওই সব বাড়ির বাসিন্দাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মোট আটটি পরিবারকে ‘গীতাঞ্জলি প্রকল্প’-এ বাড়ি তৈরি করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন পুরপ্রধান।