আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ জুন: পানিহাটির নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। এখনও আতঙ্কে ঘুমাতে পারছেন না নির্যাতিতা, এমন কথাই জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডা: অর্চনা মজুমদারকে। এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কালীগঞ্জের ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে বলেন যে, রাজ্যের সাধারণ ভোটার হিসেবে তিনি আতঙ্কিত।
প্রসঙ্গত, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়ে বেশ কয়েক মাস আটকে রেখেছিল এই নির্যাতিতাকে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান। সেই ঘটনায় নির্যাতিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সে কেমন রয়েছে কেন তার গায়ে এতো চোট, কী হয়েছিল তার সাথে, এসব কিছু জানতে চান জাতীয় মহিলা কমিশন। কারণ মহিলা কমিশন সুয়োমটো মামলা করেছে। পুলিশি তদন্তের উপর নজর রাখছে জাতীয় মহিলা কমিশন। সেই কারণে এদিন পানিহাটির নির্যাতিতার বাড়িতে এসে তার পরিবার এবং নির্যাতিতার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। সেই সঙ্গে নির্যাতিতা যে সুবিচার পাবেই সেই বিষয়ে আশ্বস্থ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডা: অর্চনা মজুমদার।
এই ঘটনায় খুশি নির্যাতিতা এবং তার পরিবার। নির্যাতিতা জানান, তিনি এখনো আতঙ্কে ঘুমাতে পারছি না। ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে। আর সেটা তিনি ডা: অর্চনা মজুমদারকে জানিয়েছেন। তিনি বলেন, মহিলা কমিশনের চেয়ারম্যান তার সাথে কথা বলেছে। কিভাবে এই ঘটনা ঘটেছিল, কিভাবে তিনি পালিয়ে এসেছেন, শরীরের ওপর কী কী নির্যাতন চলেছে সেগুলো জেনেছেন। সেই সঙ্গে তার পাশে সবাই রয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তাকে জানিয়েছেন। আর এতেই তিনি অনেকটা শান্তি পেয়েছেন বলেও জানান নির্যাতিতা।
এদিন ডা: অর্চনা মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীগঞ্জে বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনা নিয়েও মুখ খোলেন। কালীগঞ্জে সকেট বোমা ফেটে শিশু মৃত্যুর যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটে হার- জিত রয়েছে, সেটা পালন করেন রাজনৈতিক দলগুলি। কিন্তু এমন ঘটনা যে ঘটলো এর দায়বদ্ধতা সরকারের বলে দাবি করলেন তিনি। সেই সঙ্গে তিনি জানান পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার হিসেবে এই ঘটনা দেখার পর আতঙ্কে আছেন তিনি।