উৎসবের মরশুমে কমতে পারে দাম! রান্নার তেলের মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: দিন যত যাচ্ছে ততই আকাশছোঁয়া হচ্ছে সর্ষের তেলের দাম। তবে শুধু সর্ষের তেল নয় অন্যান্য ভোজ্য তেলের দাম বেড়েছে কয়েক গুণ। ফলে মাথায় হাত পড়েছে আম আদমির। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রীর তরফে জানানো হয়েছে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভোজ্য তেলের মূল্য, উৎপাদন এবং আমদানির ওপর দৈনিক ভিত্তিতে নজর রাখা হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

বিগত ছয় মাস ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হয়ে চলেছে। দেশের বহু শহরেই জ্বালানির দাম ১০০ টাকা পেরিয়েছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সর্ষের তেল সহ ভোজ্য তেলের দাম। গত এক বছরে ২০-৪৮ শতাংশ রান্না তেলের দাম বেড়েছে। বর্তমানে ২০০ টাকা হয়েছে রান্নার তেলের দাম। সর্ষের তেলের দামের ঝাঁঝে নাজেহাল মধ্যবিত্ত। সেই কারণেই তেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্র সরকারের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দাম যাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তার জন্য মজুতদারির উপর নজর রাখতে হবে।

এছাড়াও খাদ্য সচিবের নেতৃত্বে কৃষিজ পন্যের উপর নজরদারির জন্য গঠিত হয়েছে একটি আন্তঃ মন্ত্রক কমিটি। এই কমিটি কৃষিজ পণ্যের দাম এবং যোগান এবং মজুতদারির উপর নজর রাখবে। এই কমিটিকে প্রতি সপ্তাহের পরিস্থিতি পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে অপরিশোধিত ও শোধিত ভোজ্যতেলের আমদানির ওপর শুল্ক কমিয়েছিল সরকার। কিন্তু তাতেও দাম কমেনি। ফলে এভাবে যদি ভোজ্য তেলের দাম বাড়তে থাকে তাহলে উৎসবের মরসুমে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তেলের দাম বলে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা থেকেই কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হয়েছে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *