নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ জানুয়ারি:
সিএএ চালু না করার জন্য বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন,এ রাজ্যে সিএএ ও এনআরসি চালু করা হবে না। তাই প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় সরকার ট্যাবলো বাতিল করেছে।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। কন্যাশ্রী, যুবশ্রীর মতো কর্মসূচিকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রের মিছিলে তুলে ধরতে চেয়েছিল রাজ্য সরকার। তবে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে কেন্দ্র সরকার। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, বাংলা কন্যাশ্রীর জন্য ইউনেস্কো থেকে পুরস্কৃত হয়েছে। আর কন্যাশ্রীর ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রের মোদী সরকার। মানুষ যা বোঝার বুঝবে। তারপরেই বিজেপিকে সিএএ নিয়ে ফের আক্রমন করেন মদন মিত্র। তিনি এ রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বলেন বাংলায় নো এনআরসি নো সিএএ।