TMC, Midnapur, মেদিনীপুরের নান্নুরচকে তৃণমূলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নান্নুরচকের পার্টি অফিসের সামনে প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা। ১৯৯৮ সালের তৃণমূল নামক রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা হয়। এবরে ২৮ বছরে পদার্পণ করল। আর সেই উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে জেলায়ও প্রতিষ্ঠা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস।

এদিন নান্নুরচকের পার্টি অফিসের সামনে আতসবাজি ফাটিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, মহিলা সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর টোটন শাসপিল্লি, সত্য পড়িয়া সহ বিশিষ্ট তৃণমূল নেতা এবং অসংখ্য কর্মী সমর্থক। রীতিমতো আতসবাজি ফাটিয়ে, শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সভাপতি।

এরপর বক্তব্য রাখতে গিয়ে সুজয়বাবু বলেন, আস্তে আস্তে গুটিগুটি পায়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই ২৭টা বছর পেরিয়েছে তাদের রাজনৈতিক দল। আজ ২৮ বছরে পদার্পণ করলো। আর তাই আগামী দিনে দল যাতে আরো ভালো কিছু করতে পারে সেই উদ্দেশ্যে এবং সেই প্রতিজ্ঞা নিয়েই নতুন করে পথ চলা। এই সাড়ে ১০ কোটি রাজ্যের মানুষের প্রধান আশা ভরসা এই তৃণমূল। তাই সকল মানুষকে নুতন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *