স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর:
রবিবার তেহট্টের জিতপুর মোড়ে সংহতি দিবস পালন করল তৃণমূল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী শঙ্কর দত্ত, ব্লক সভাপতি বিশ্বরূপ রায় সহ অন্যান্যরা। অনেকদিন পর এক মঞ্চে দেখা গেল বিধায়ক ও ব্লক সভাপতিকে। এতে খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা।
এদিন বিধায়ক বক্তব্য দিতে গিয়ে বলেন, আজ কেন্দ্রের জন বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই করার শপথের দিন। সেই সাথে আমাদের সরকার যে দশ কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার শপথের দিন। আজ খুব ভালো লাগছে আমাদের ভুল ত্রুটি মার্জনা করে সকলেই এক মঞ্চে উপস্থিত। যা অনেক দিন দেখা যায়নি। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। একসাথে আমাদের লড়াই করতে হবে।
এদিন তিনি বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, সাম্প্রদায়িক দলের সরকার চলছে কেন্দ্রে। এরা দলিত বিরোধী, সংখ্যালঘু বিরোধী, নারী বিরোধী এমনকি
উন্নয়ন বিরোধী। এদের বিরুদ্ধে লড়াই করার শপথ নেওয়ার জন্য আজকের মতো দিন হয় না। আজকের দিনেই বিজেপি বাবরি মসজিদ ভেঙ্গে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল।