সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জানুয়ারি: যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো বাঁকুড়ায়। জেলা পুলিশের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়।
নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ পদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশ কর্মীরা প্যারেড সহকারে আভিবাদন জানান। মাচানতলায় অশ্বারোহী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে নেতাজি সংঘের উদ্যোগে নূতনগঞ্জ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা মাচানতলায় এসে উপস্থিত হয়। সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে নেতাজির কর্মজীবন আলোচিত হয়।দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।