আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। অনুষ্ঠানের শুরুতে শহিদবেদীতে প্রদীপ জ্বালিয়ে মাল্যদান করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার ও উপস্থিত অন্যান্য অতিথিরা।
বিদ্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আবৃত্তি, সঙ্গীত, বক্তৃতা পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীদের প্রতি সম্মান জানাতে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সকল দেশের সেরা’ কবিতাটি বাংলা, উর্দু, কুড়মালি ও সাঁওতালি ভাষায় পরিবেশন করা হয়। শহিদদের শ্রদ্ধা জানাতে একটি দৃশ্যায়ন তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করার পাশাপাশি, কবিতা পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: প্রসূন কুমার পড়িয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সমালোচক অচিন্ত্য নন্দী ও কবি অভিনন্দন মুখোপাধ্যায়। অতিথি সঙ্গীতশিল্পী হিসেবে ভাদুতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী ও গুড়গুড়িপাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রীমতী অনন্যা মজুমদার বলেন, মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা দেখাতে হবে। শুধু মাতৃভাষা দিবস পালন নয়, প্রতিদিনই মাতৃভাষা দিবস হয়ে উঠুক। আলোচক অচিন্ত্য নন্দী বিদ্যালয়ে এই ধরনের কর্মসূচি আয়োজনকে ‘গাছের মাথায় নয় গোড়ায় জল দেওয়া ‘বলে মনে করেন। তাঁদের বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য তথ্য ও সংস্কৃতি আধিকারিককে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌপালের প্রাক্তন শিক্ষক পরিমল মাহাতো, পরিচালন সমিতির সমিতির সভাপতি শশাঙ্ক কুমার ধল, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।সমস্ত অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন সাংস্কৃতিক উপসমিতির পক্ষে আল্পনা ভুঁইঞা।