Birthday, Shalbani, পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্যোগ, শালবনির মহাশোল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: ক্ষুদে পড়ুয়াদের স্কুলমুখী ও পড়াশোনার অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে এবার নিজ খরচে নতুন উদ্যোগ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মহাশোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, প্রতি মাসে বিদ্যালয়ের যে সমস্ত ক্ষুদে পড়ুয়া রয়েছে নির্দিষ্ট দিন ও সময় ঠিক করে ক্ষুদে পড়ুয়াদের সাথে জন্মদিন পালন করছে শিক্ষক-শিক্ষিকারা। ওই দিন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একসঙ্গে খাওয়া-দাওয়ার পর্ব থাকে শিক্ষক শিক্ষিকা ও ক্ষুদে পড়ুয়াদের, মঙ্গলবার সেই চিত্রই উঠে এলো।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, শুধু এই মাসেই নয়, বছরের প্রত্যেকটা মাসেই এরকম ভাবে আমাদের পড়ুয়াদের জন্মদিন পালন করা হয়। চলতি ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ের আট জন ছাত্রীর জন্ম মাস। তাই আজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের খরচাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্কুলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এবং অভিভাবকদের সঙ্গে সু- সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন পাখি সম্পর্কিত বিশেষ শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে। এই শিবিরে ছাত্র-ছাত্রীদের আশপাশে পাখির চেনা, পর্যবেক্ষণ ও সনাক্তকরণ বিষয় নিয়ে সচেতন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক তথা স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিদ্যালয় পরিচালন কমিটির সেক্রেটারি মনোরমা মাহাতো, সদর উত্তর চক্রের শিক্ষাবন্ধু প্রভাত রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুন্ডু, দীনবন্ধু মাহাত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *