West Midnapur, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: আজ পয়লা বৈশাখ, সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। সঙ্গে আবার পশ্চিমবঙ্গ দিবস ও পালন করা হচ্ছে প্রশাসন এবং শাসক দলের পক্ষ থেকে।

আজ সকালে পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে। সেখান থেকে শুরু করে শহর পরিক্রমা করে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় শহরের কেরানিতলা চকে। পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত বাজানো হয়। পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয়।

অন্যদিকে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় হয় ভক্তদের। নুতন হালখাতার পুজো দেওয়ার জন্য।
অপরদিকে বিজেপির নতুন জেলা সভাপতি সমিত মন্ডল বাংলা নববর্ষর প্রথম দিনে বটতলা চকের কালী মন্দিরে পুজো দিয়ে দলের কাজকর্ম শুরু করেন। বিজেপির জেলা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্তের নেতৃত্বে পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয় নববর্ষ উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *