মমতাকে হেনস্তার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার অবস্থান, সোমবার পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রতিবাদ দিবস পালন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জানুয়ারি: ভিক্টোরিয়া মেমোরিয়ালে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে ধিক্কার অবস্থান। সোমবার জেলারজুড়ে বিভিন্ন ব্লকে প্রতিবাদ মিছিল করার কথা ঘোষণা জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্রের।

২৩ জানুয়ারি ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর পাশাপাশি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তা হিসেবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জয় শ্রীরাম ধ্বনি ওঠায় প্রতিবাদে গর্জে ওঠেন মমতা। তিনি মঞ্চ থেকে জানিয়েছিলেন “কাউকে ডেকে অপমান করা উচিত নয়।” মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের জেলা নেতা ও কর্মীরা কালো ব্যাজ পরে ধিক্কার জানায়। ধিক্কার অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মাহমুদ হোসেন, জেলা পরিষদের সহ সভাধিপতি সেক সুফিয়ান, তাপস মাইতি, পার্থসারথি মাইতি, কাজল বর্মণ, ও তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ তৃণমূলের একাধিক নেতা।

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র জানান, সোমবার পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ দিবস পালন করা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *